মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম ::
শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত নকলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ ছাত্রদল নেতাকে যৌথবাহিনী গ্রেপ্তারের পর হাসপাতালে মৃ’ত্যু ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত দুই নেত্রী গ্রেফতার ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় কবিতা পরিষদ জামালপুর শাখার সভাপতি মুজাহিদ বিল্লাহ ও সাধারণ সম্পাদক তারিক মেহের ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু পরিদর্শনে সংস্কৃতি উপদেষ্টা নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন শেরপুরে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভালুকা প্রতিনিধি / ৪১ বার
আপডেট সময় :: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় কর্মজীবী নারী সংস্থা কর্তৃক মোজরভিটাস্থ কার্যালয়ে বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের শোভন কাজ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প রিসার্চার্সার সবুজুর রহমান,কর্মজীবী নারী টুঙ্গি-পল্লবী ফিল্ড অফিসার মমিনুর রহমান,ভালুকা উপজেলা ফিল্ড অফিসার মোঃ ইউনুস,ভালুকা সোস্যাল মবিলাইজার হাসিবুল হাসান,ভরাডোবা ইউপি সচিব শাকের মাহমুদ,সোস্যাল মবিলাইজার আফসানা মিমি,সোস্যাল মবিলাইজার অসীম হাজং,সোস্যাল মবিলাইজার হুমায়রা সুলতানা,ভালুকা প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম,ভরাডোবা ইউপি সচিব মোঃ শাকের,গোলাম মোস্তফা মাস্টার,মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,ভরাডোবা ইউপি সদস্য যমুনা আক্তার,শাহাব উদ্দিন হোসেইন,মাহাবুল আলম,শিউলি আক্তার,খোদেজা আক্তার,শফিকুল ইসলাম,আফতাব উদ্দিন,জিয়াউল ইসলাম,আজিম উদ্দিন,সাইফুল ইসলাম,রাংচাপড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তার,সুপার রফিকুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি দারুল ইসলাম,সাংবাদিক বরকত উল্লাহ ও সাংবাদিক চাষা জহির।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য থেকে জানা যায়,কর্মজীবী নারী দীর্ঘদিন ধরে নারী ও পুরুষের সমতা আনয়ন,নারী ও নারীশ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের মূলধারায় তাদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে।সম্প্রতি ০১ জুন,২০২৪ ইং তারিখ থেকে আন্তর্জাতিক দাতা সংস্থা পিপলস্ কারেজ ইন্টারন্যাশনাল (পিসিআই)’র সহযোগিতায় ‘Promoting Decent work and Social Security for International Migrant Workers (IMWS) in Bangladesh’ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।গ্রাম থেকে আগত একটি উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী শহরে সরকারি পরিষেবা,সামাজিক সুরক্ষা স্কিম ও উপলব্ধ অন্যান্য সুবিধা সম্পর্কে সঠিকভাবে অবগত থাকে না।বর্তমানে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা জালের আনতে কাজ করবে এই প্রকল্প কাজের মাধ্যমে।প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দুইটি ইউনিয়নে পরিচালিত হবে।কর্মজীবী নারী এই প্রকল্পের আওতায় ১২ মাস মেয়াদে অভিবাসীদের শোভন কাজ এবং সামাজিক সুরক্ষা সেবায় অভিগম্যতা,তাদের সচেতনতা বৃদ্ধি,দক্ষতা উন্নয়ন ও উন্নত জীবিকা,নারী ক্ষমতায়নের লক্ষ্যে গ্রুপ গঠন ও গ্রুপ মিটিং, সভা,ডায়ালগ,প্রশিক্ষণ,জরিপ,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ,সামাজিক সুরক্ষা সেবা পেতে রেফারেল মেকানিজম,কাউন্সিলিং,এডভোকেসি,লার্নিং শেয়ারিং,দিবস উদযাপন এই সব কার্যক্রম পরিচালনা ও ফলোআপ করবে।প্রকল্পের মেয়াদ ০১ জুন,২০২৪ থেকে ৩১ মে,২০২৪ পর্যন্ত।এই প্রকল্প বা কার্যক্রমের জন্য সার্বিক ব্যয় ৬৯,৮৭,৫০০ (উনসত্তর লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা।

সভায় কর্মজীবী নারী কলাকুশলী ও উপস্থিত সুধীজনরা প্রকল্পের নানান বিষয়ে আলোচনা,পর্যালোচনা শেষে প্রকল্পটির সফল বাস্তবতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!