আবাসন খাতে গ্রাহকের অন্যতম আস্থার নাম পুষ্পধারা প্রপার্টিজ লি.। এই কোম্পানিরই পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মেধাবী তরুণ তুষার দেওয়ান।
সোমবার (২৮ অক্টোবর) কোম্পানির চেয়ারম্যান দেলোয়ার হোসেন তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলীনূর ইসলাম, ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) মইন উদ্দিন খান, ডিরেক্টর (মার্কেটিং এন্ড প্রকিউরমেন্ট) হাসিবুল হক মামুন, ডিরেক্টর (এইচআর) আতিকুর রহমান মিন্টু, ডিরেক্টর (অ্যাডমিন) এনামুল হক, ডিরেক্টর (আইটি) জুলফিকার হাসনাত প্রমুখ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালীর সন্তান তুষার দেওয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বলেন, আজ আমি খুবই আবেগাপ্লুত। পুষ্পধারার মত দেশের স্বনামধন্য একটি কোম্পানিতে আমাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি পুষ্পধারা পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কোম্পানিকে এগিয়ে নিতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।
এসময় চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, পুষ্পধারার প্রথম প্রজেক্ট পুষ্প ইকো সিটি কেয়টখালী গ্রামে অবস্থিত হওয়ায় তুষার দেওয়ান প্রজেক্টের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
ভাইস চেয়ারম্যান শাশ্বত মনির বলেন, তুষার দেওয়ানের মত তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাকে পুষ্পধারায় পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছি যাতে সে তার মেধা কাজে লাগিয়ে পুষ্পধারার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে।