মঙ্গলবার (২০ আগস্ট) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়কের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বিশেষ অতিথি ছিলেন বেলকুচি উপজেলার বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপি’র আহ্বায়ক হাজি আলতাফ, পৌর কাউন্সিলর আলম প্রাং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন, বিএনপির সদস্য কেরামত তালুকদার, কিবরিয়া হোসেন, বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, সদস্য সচিব রেজা প্রাং, সিনিয়র আহ্বায়ক মনজুর আলম, ইলিয়াস হোসেন, রহিজ উদ্দিন রিজন আহমেদ, সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।