শেরপুর জেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি। আজ (৭ অক্টোবর) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপার ইউনিয়ন, সূর্যনগর, কাশেমপুর বাজারসহ বেশকিছু বন্যাদুর্গত অঞ্চলে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকা শেরপুর জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন, শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ নিপুল, আরিফ হাসান হারুন, মোঃ রানু প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গত দু’দিনে পানি কিছুটা কমে গেলেও ক্ষয়ক্ষতির যে চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ। এই পরিস্থিতি উত্তরণে সরকারি-বেসরকারি পর্যায়ের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরী। আগামীতে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সহযোগিতা অব্যাহত থাকবে বলে বন্যাদুর্গত এলাকার মানুষদের আশ্বস্ত করেন সমিতির নেতৃবৃন্দ।