শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
অস্ট্রেলিয়া এখন ঢাকা থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে নকলা শহরে একের পর এক দুর্ধর্ষ চুরি; চুর আতঙ্কে কর্মজীবীরা মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ওয়ারেন্ট ভুক্ত আসামী; অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ফেসবুকে মোটরসাইকেল বিক্রি বিজ্ঞাপন দিয়ে প্রতারণায় গ্রেপ্তার ৬ মেয়ের উপর রাগ করে মা মোবাইল ভেঙ্গে ফেলায় কিশোরীর আত্মহত্যা শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে পুনর্বাসন ছাড়াই বাড়ি ছাড়ার নোটিশ; উচ্ছেদ আতঙ্কে ২ ভূমিহীন পরিবার জামালপুরে অপহরণের ৪ মাস পরে কলেজ শিক্ষার্থীকে উদ্ধার নির্বাচনের দাবিতে ‘শেরপুর চেম্বার অব কমার্স’ এ তালা

শেরপুরে আদালত থেকে পালালেন রিমান্ডের আসামি

মো: ছামিউল আলম সোহান / ৪১ বার
আপডেট সময় :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:২১ অপরাহ্ন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা জজ আদালত ভবনের নিচতলার হাজতখানা থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি রাজুর নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকা কেনাকাটা করার সময় হাতেনাতে পুলিশের কাছে আটক হন রাজুসহ তিনজন। জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে তাদের হাজির তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিদের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ।

বিকেল ৪টার দিকে তিন আসামিকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। কিছু সময় পরই রাজু ও শাহিন কৌশলে পালানোর চেষ্টা করেন। আদালত প্রাঙ্গণেই শাহিন আটক হলেও রাজু পালিয়ে যান।

এ বিষয়ে শেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, ‘রিমান্ড শুনানির পর তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় বয়স্ক আসামি বাবু অসুস্থতার কথা জানালে হাজতখানার দরজার তালা খুলে তার সঙ্গে হাজত ইনচার্জ এসআই আব্দুল বারী কথা বলতে যান। এ সুযোগে রাজু আহমেদ ও শাহিন নামে দুজন হাজতখানা থেকে দৌড় দেন। শাহিনকে জনতার সহায়তায় আটক করতে সক্ষম হই।’

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক ও একজন কনস্টেবল। ঘটনার পর থেকেই পালিয়ে যাওয়া আসামি রাজু আহমেদকে গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!