এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
দৌলতপুর উপজেলার ১২৯টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ২৮৭ জন। সবগুলো কেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। দিনশেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর জ্যেষ্ঠ পুত্র স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা ঈগল প্রতীক নিয়ে ৫৩ হাজার ১০৫ ভোট পেয়েছেন এবং নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ পেয়েছেন ৪৮ হাজার ৯৬১ ভোট।
নির্বাচিত আলহাজ্ব রেজাউল হক চৌধুরী দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং তিনি ২০১৪ সালে অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলেন।