স্টাফ রিপোর্টার
রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার যথেষ্ট আন্তরিক হলেও আন্তর্জাতিক চাপের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। তিনি মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসনে আর কোন সময় দেয়া ঠিক হবে না।
নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার দৈনিক আমাদের দিন পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
১৭ এপ্রিল বুধবার দৈনিক আমাদের দিন পত্রিকার কক্সবাজার জেলা ও উপজেলা প্রতিনিধিদের আমন্ত্রণে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। এসময় দৈনিক আমাদের দিন পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হুমায়ুন কবীরের নেতৃত্বে উপজেলা প্রতিনিধিগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কক্সবাজারের সাংবাদিকদের নিয়ে ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক দিনের একটি কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কক্সবাজার সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনসহ বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করবেন।
আগামী ২২ শে এপ্রিল তিনি ঢাকায় ফিরবেন বলে জানা যায়।