লবণ চাষী কল্যাণ সমিতির ২০২৪-২৬ সালের জন্য কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট মোঃ শাহাব উদ্দীনকে সভাপতি এবং আমিনুল ইসলাম হাসানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া এজেএম গিয়াসুদ্দীন সিনিয়র সভাপতি, মোহাম্মদ সোহেল সহ-সভাপতি এবং এম মোসলেম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলার অর্থ সম্পাদক পদে একরামুদ্দিন নুরি, সমাজসেবা সম্পাদক পদে হাবিবুল্লাহ মিসবাহ এবং রাশেদ মোস্তফা প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া প্রত্যেক উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এই কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।
অ্যাডভোকেট মোঃ শাহাব উদ্দীন বলেন, সমিতির লক্ষ্য হলো আগামী অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে লবণ রপ্তানী করে লবণ শিল্পকে গতিশীল রাখা। এছাড়া লবণ চাষীদের স্বার্থে আঘাত হলে প্রত্যেকে যার যার স্থান থেকে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মোকাবেলা করা।
সংগঠনকে মজবুত করার জন্য উপজেলা ভিত্তিক লবণ চাষীদের মধ্য হতে সদস্য সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে প্রত্যেক উপজেলা/ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।