“বাল্য বিবাহ প্রতিরোধ করি, সুন্দর সমাজ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দ আতর আলী পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মাগুরা জেলা শাখার আয়োজনে, মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মো: আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রশাসক, মাগুরা পৌরসভা, মাগুরা। মো: এ.বি.এম নুর-উজ-জামান, জেলা রেজিস্ট্রার, মাগুরা। আলহাজ্ব মো: ইকবাল হোসাইন, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতি, ঢাকা। আব্দুল আওয়াল, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা। আলহাজ্ব ডা: তাসুকুজ্জামান, গবেষক, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন, মাগুরা। আলহাজ্ব মুস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মাগুরা।
এসময় সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে।
এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। সেই সাথে কাজীরা যদি বাল্যবিবাহ রেজিস্ট্রি না করে তাহলে অনেকাংশে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করতে হবে।
আলোচনা সভা শেষে সাবেক নিকাহ রেজিস্ট্রার আলহাজ্ব কাজী ইস্রাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।