আগামীকাল ২৮ শে নভেম্বর JL Drama ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে ধারাবাহিক নাটক “ঘটনা কী”। এই নাটকে অভিনয় করেছেন একঝাক তারকা তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মনিরা মিঠু,রিনা খান,সাগর রেইন, বাপ্পা দিপ রয়, জি এম মাসুদ,মনিরুজ্জামান মনি,মৌ শিখা, নাসরিন সুলতানা, সাইমা নিলাশা,মনিকা মনি, এম এন শিপু, জাহিদুল ইসলাম সহ আরো অনেই। এই নাটকটির গল্প ও পরিচালনা করেছে যৌথ খান।
ঘটনা কী নাটকটির প্রডিউসার রাশেদ রানা এই নাটকের ব্যাপারে জানিয়েছে ” ঘটনা কি” নাটকটি যুগোপযোগী নাটক । এই নাটকের নানা রকমের ঘটনা ঘটবে যা আমাদের বর্তমান সমাজে দৃশ্যমান। তাই ঘটনা কি নাটকটি আপনাদের দেখতে হবে, হতেও পারে স্কিনে হঠাৎ করেই আপনার জীবন গল্প চলে আসবে।
ঘটনা কী নাটকের সম্পূর্ণ টিমের হয়ে সাগর জানিয়েছেন,, এই নাটকটা নিয়ে আমরা প্রচুর আশাবাদী এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।
মজার ব্যাপার ডিরেক্টর যৌথ খান সহ এই নাটকের সকল কলাকৌশলীদের মধ্যে কেউই নাটকের গল্পের ব্যাপারে কিছু জানান নাই। সবার একটাই কথা ঘটনা জানতে চোখ রাখুন JL Drama ইউটিউব চ্যানেলে ।