ঢাকাস্থ ভোলা জেলা ওলামা তলাবার উদ্যোগে শায়েখজি মাওলানা সালাহ উদ্দিন (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার ইকোনোমিকস রিপোর্টার ফোরামে এ আয়োজন হয়।
ঢাকাস্থ ভোলা জেলার আলেমদের সামাজিক প্ল্যাটফর্ম ঢাকাস্থ ভোলা জেলা ওলামা তলাবার সভাপতি লেখক অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক গবেষক ও জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। উপস্থিত ছিলেন নন্দিত লেখক ও সিরাত গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মেসবাহ, দারুল উলুম দেওভোগ নারায়ণগঞ্জের নায়েবে মুহতামিম মাওলানা আবদুর রহমান, বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক খবরের কাগজের বিভাগীয় প্রধান মাওলানা মিরাজ রহমান, মুফতি শরীফুল ইসলাম কাসেমী, মাওলানা ফরীদুদ্দীন আল মাদানী, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা কামালুদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা হাজারো আলেমের শিক্ষক যাত্রাবাড়ী ও লালবাগ মাদরাসার সাবেক মুহাদ্দিস, ঢালকানগর মাদরাসার প্রতিষ্ঠাতা অন্যতম মাওলানা সালাউদ্দিন (রহ.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমান সময়ে আদর্শ শিক্ষক ও শিক্ষার্থী গঠনে মাওলানা সালাউদ্দিন (রহ.)-এর কর্মপন্থা অনুসরণের তাগিদ দেন তারা।