- Sherpur24 - https://sherpur24.com -

দক্ষ জনশক্তিই পারে দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করতে : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি

এ আর রাজ।।

দক্ষ জনশক্তি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি। ১৭ জানুয়ারি, বুধবার প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক এবং পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও শীর্ষ খবর সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। তাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন।

দক্ষ জনশক্তিই পারে দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করতে : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও শীর্ষ খবর সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)

শফিকুর রহমান চৌধুরী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তারা বিদেশ যেয়ে ভালো কাজের সুযোগ পাবে। ফলে রেমিট্যান্সও বৃদ্ধি পাবে যা দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করবে।