- Sherpur24 - https://sherpur24.com -

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

সর্বসম্মতিক্রমে আবারও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ শেখ হাসিনা। আর উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। এছাড়া চিফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।

আজ বুধবার জাতীয় সংসদে এ সিদ্ধান্ত আসে।

এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিধি অনুযায়ী, নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই শপথ নেন। পরে প্রথম ধাপে আওয়ামী লীগের ২২৩ জন দ্বিতীয় ধাপে স্বতন্ত্র ৬৩ জন ও তৃতীয় ধাপে জাতীয় পার্টির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথগ্রহণ করেন।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২২৩ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬৩ ও অন্যান্য দলের ১ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।