শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস) নকলা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎ, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন, নাহিদুর রহমান, রেজাউল করিম, শাহিনুর আলম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) কুরবান আলী ও জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এমদাদুল হক প্রমুখ।
এই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান-কে সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। উভয় পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভার দিন থেকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বাধিক গ্রহযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে সকল সদস্যের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।