ময়মনসিংহের ভালুকায় লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাকিবুল হাসান সিয়াম (১৯) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কের ভায়াবহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল ময়মনসিংহ নাছিরাবাদ কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। তিনি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহায়ক সানোয়ার হোসেনের ছেলে।
একই ঘটনায় সাকিবের বন্ধু রাজন আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভালুকা থেকে বন্ধু রাজনকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার মল্লিকবাড়ির দিকে যাচ্ছিলেন সাকিবুল আর লড়ি আসছিল ভালুকার দিকে।
পরে বিকেল ৩টার উপজেলার ভায়াবহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লড়ির সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল হাসান সিয়ামকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পরিবারের আবেদন প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক লড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।