রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
আলাইপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের নতুন সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সবুজ বেলকুচিতে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্যেশে রেজাউল সাংবাদিকের উপর হামলা করেছে রুবেল সাংবাদিক গং শেরপুরে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেরপুরে আমির হোসেন নামের এক চোরা কারবারি গ্রেফতার পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’র আয়োজনে ইফতার মাহফিল: এক মিলনমেলা বেলকুচিতে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়লো ৬টি দোকান কবি তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি বিশ্ব নদী কৃত্য দিবস উপলক্ষে নদী রক্ষার দাবিতে বাপা চকরিয়া শাখার মানব বন্ধন অনুষ্ঠিত

ডুমুরিয়ায় টিসিবির স্মার্ট কার্ড পায়নি বিশ হাজার সুবিধাভোগী পরিবার

মোক্তার হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৪১ বার
আপডেট সময় :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় টিসিবির স্মার্ট কার্ড পায়নি ২০,২৩৯ টি পরিবার। ১৪ টি ইউনিয়নের ১০ টিই বঞ্চিত সেবা থেকে । হতাশায় টিসিবি সুবিধাভোগীরা।

ডুমুরিয়া উপজেলায় স্বল্প মূল্যে টিসিবির পণ্য উত্তোলন করতে পারছেন না সবিধাভোগীরা। এতে করে বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে স্বল্প আয়ের টিসিবি সুবিধাভোগীদের।উপজেলায় মোট বঞ্চিত হচ্ছে ২০,২৩৯ টি পরিবার।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিটি ইউনিয়ন পরিষদের বিগত টিসিবি তালিকা যাচাই-বাছাই করে গরিব অসহায়দের তালিকায় অর্ন্তভুক্তের জন্য পুরাতন তালিকায় অযোগ্যদের বাদ দিয়ে নতুন তালিকা প্রণয়ন করে তা অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়,উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট টিসিবি সুবিধাভোগীর সংখ্যা ২১,৭৪২ টি। ৩০২৪ টি স্মার্ট কার্ড আসলেও ভুলের কারনে একটিভ রয়েছে ১৫০৩ টি ।

উপজেলার বিভিন্ন এলাকার টিসিবি সুবিধাভোগীরা জানান, তারা নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনলাইনে ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছেন। তবে সময়মত কার্ড হাতে না পাওয়ায় ধোঁয়াশার মধ্যে পড়েছেন। কারণ চলতি বছরের জানুয়ারী থেকে ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কার্ড না পাওয়ায় হতাশায় রয়েছেন।

এদিকে উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪ টি ইউনিয়নের ১৫০৩ টি কার্ডধারী সুবিধা পাচ্ছেন। বাকি ১০ টি ইউনিয়নের সুবিধাভোগীরা সেবা থেকে বঞ্চিত।

পণ্য বিতরণকারী বিভিন্ন ডিলারদের সাথে কথা বলে জানা যায়, এবার প্রতিটি ইউনিয়নে একটি করে ডিলার পয়েন্ট বা দোকানের ব্যবস্থা থাকছে। সেই দোকান থেকে ন্যায্য মূল্যে সরকারের এই সুবিধা নিতে পারবেন। তবে কার্ডের ব্যপারে বলেন,যারা এখন পর্যন্ত কার্ড পায়নি তারা আপাতত টিসিবির এই সেবা পাবেন না। তবে পর্যায়ক্রমে সবাই কার্ড পাবেন বলে আশা করেন।

এ বিষয়ে খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বলেন, আমরা ইতিমধ্যেই টিসিবির সুবিধাভোগিদের যাচাই-বাছাই তালিকা তৈরি করে তা অনুমোদনের জন্য পাঠিয়েছি। আশা করছি দ্রত সময়ের মধ্যেই কার্ডগুলো সুবিধাভোগীরা পাবেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!