রেজাউল করিম শানু।।
বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন মঙ্গলবার অ্যানেক্স ভবনের ২০১৬ নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ সাগর। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল। প্রধান আলোচক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক ও অ্যাডভোকেট আবু নাসের স্বপন।
সভায় বাঙালির মুক্তির সনদ ছয় দফাকে বাস্তব রূপ দিতে মুক্তিযুদ্ধের ১নং গেরিলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও যুবসমাজের অহংকার শেখ ফজলুল হক মনি’র ৭ জুনের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেই সাথে ৬ দফার বাস্তবায়নের মধ্যেই মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লাল সবুজের পতাকার বাস্তবতা নিহিত- সেটা পূর্ণাঙ্গভাবে তথ্যসহকারে আলোচনা করেন অ্যাডভোকেট ড. মশিউর মালেক।
আব্দুন নূর দুলাল বলেন, ৬ দফার আন্দোলনের বাস্তবতা আমরা অনেকেই ভুলে গিয়েছি। তবুও স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আমরা সুপ্রিম কোর্ট শাখা আইনজীবীরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।
আবু সাঈদ সাগর বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মশিউর মালেকের হাতে গঠিত। তিনিই এই ফাউন্ডেশন পরিচালনা করেন। আগামীতে সুপ্রিম কোর্ট শাখা আইনজীবীরা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাথে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এছাড়া যাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম শানু, ভারত শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মীর শামীম বক্তব্য রাখেন।