সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
সম্মিলিত শিক্ষা আন্দোলনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শেরপুরে বেদে পল্লী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত ঝিনাইগাতীতে সাংবাদিকের জমি দখল করে স্থাপনা নির্মাণ; ইউএনও’র নির্দেশ মানছেন না জবরদখলকারি স্বাক্ষর জাল করে অধ্যক্ষের টাকা উত্তোলন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন প্রথম জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা বণ্যার্তদের মাঝে এনআরবি ইসলামিক লাইফের ত্রাণ বিতরণ পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে শিল্পমালিক ও ব্যবসায়ীদের জোরালো ভূমিকা পালন করতে হবে : পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের ২য় সংস্করণে পুরস্কৃত করা হলো দেশের ৩৯টি টেকসই বান্ধব উদ্যোগকে

তথ্য চাইতে গেলে সাংবাদিককে মেরে ফেলার হুমকি

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম / ৫৬ বার
আপডেট সময় :: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন
তথ্য চাইতে গেলে সাংবাদিককে মেরে ফেলার হুমকি

সংবাদপত্রে সংবাদ প্রকাশের জন্য দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের তথ্য চাওয়াকে কেন্দ্র করে হুমকি দেওয়ায় বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে বকশিগঞ্জ থানায় অভিযোগ করেছেন দৈনিক মানবকণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক কাফি পারভেজ। ২০ আগস্ট মঙ্গলবার তিনি এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক কাফি পারভেজ ১৯ আগস্ট সোমবার বেলা সোয়া ১২টার দিকে তিনি তার পেশাগত দায়িত্ব পালনের জন্য বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে যান। ওই কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের অফিস কক্ষে গিয়ে দেখতে পান কলেজের শিক্ষকগণ এবং কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের দুই মেয়াদের দাতা সদস্য মো. মোফাখখার হোসেন খোকন ও মো. আব্দুল্লাহ আল সাফি লিপনসহ অনেকেই বসে আছেন। তিনি সেখানে উপস্থিত হয়ে তার দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় খবর প্রকাশের জন্য বিভিন্ন তথ্য জানতে চান। এ সময় বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও অধ্যক্ষ বজলুল করিম তালুকদার সাংবাদিক কাফি পারভেজের প্রতি ক্ষীপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে বিভিন্ন সময়ে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্রে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের বিভিন্ন অনিয়ম, আত্মীয়করণের মাধ্যমে কলেজ পরিচালনা পর্ষদ গঠন, জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে শিক্ষকদের নাম এমপিও ভুক্ত, প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবৈধভাবে খুলে একক স্বাক্ষরে টাকা আদান-প্রদান, নিয়োগবাণিজ্য, বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধভাবে অর্থ আদায়, অবৈধভাবে উপার্জিত টাকায় ক্রয়, ৪০ লাখ টাকা মূল্যের প্রাইভেট গাড়ি কেনার টাকার উৎস, বিলাসি জীবনযাপন, কলেজের কিছু শিক্ষককে হাত করে জঘন্য ও ঘৃণিত কাজের সাথে সম্পৃক্তসহ অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুনীর্তির খবর প্রকাশিত হয়।

কলেজের নানা অনিয়ম, দুর্নীতির বিষয়ে আরও কিছু তথ্য জানার প্রয়োজনে সাংবাদিক কাফি পারভেজ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বুধবার তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি ৩ এর ফরম “ক” পূরণ করে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করেন। কিন্তু অধ্যক্ষ এসব তথ্য তাকে দেননি। ১৯ আগস্ট পুনরায় ওইসব তথ্য চাইলে সাংবাদিক কাফি পারভেজের ওপর ক্ষীপ্ত হয়ে মারমুখী হয়ে উঠেন। তথ্য সংগ্রহের পরবর্তী সময়ে কলেজে গেলে সাংবাদিক কাফি পারভেজকে নিজস্ব ভাড়া করা গুন্ডাবাহিনী দিয়ে মেরে ফেলারও হুমকি দেন এবং কলেজ থেকে বের করে দেওয়ার জন্য তার অফিসকক্ষের বাইরে অবস্থানকৃত তার সাথে আসা লোকজনদের নির্দেশ দেন।

সাপ্তাহিক রাঙা পলাশ সম্পাদক ও প্রকাশক এবং জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কাফি পারভেজ বলেন, অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা। সেই ক্ষমতার দাপটে বিভিন্ন সময়ে অধ্যক্ষ আমাকে হুমকি দিয়ে আসছেন। ১৯ আগস্ট দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়ার ঘটনায় আমাকে হয়রানি করার জন্য বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন অধ্যক্ষ। অধ্যক্ষ শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি। আমাকেসহ তিনজনের বিরুদ্ধে থানায় বানোয়াট অভিযোগ করেছেন। এতে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে আমি ২০ আগস্ট অধ্যক্ষ বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে বকশিগঞ্জ থানায় অভিযোগ করেছি। থানা কর্তৃপক্ষ আমার অভিযোগ সাধারণ ডায়েরিভুক্ত করেছেন (নং ৭৩৯)।

এদিকে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকহর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, সাংবাদিক কাফি পারভেজের অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!