সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::

বাংলাদেশ-চায়না ক্লাব লিমিটেড এর যাত্রা শুরু

শওকত আলী হাজারী / ২৫ বার
আপডেট সময় :: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

প্রথমবারের মত বাংলাদেশে গত ১৮ নভেম্বর ২০২৪ খি: সোমবার দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব। বাংলাদেশ এবং চায়নার মধ্যে ব্যবসায়িক ও কুটনৈতিক উন্নয়ন করার জন্য এই ক্লাব বিশেষ ভুমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তোহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, ইউকে-বাংলাদেশ ক্যাটালিষ্ট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি, ইকবাল আহম্মেদ, ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক আশরাফুল হক চৌধুরী, সারাহ লী,এক্সিকিউটিভ চেয়ারম্যান, সিআইডিবিসি, গভর্নমেন্ট অব চায়না ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শাহজাহান ভুঁইয়া রাজু, প্রেসিডেন্ট, বাংলাদেশ-চায়না ক্লাব লিঃ, জাহাঙ্গির সিকাদার,সেক্রেটারি, বাংলাদেশ-চায়না ক্লাব লিঃ এবং এক্সিকিউটিভ কমিটির নেত্রীব্র্ন্দৃ উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ-চায়না ক্লাব লিঃ এর শুভ উদ্ভোধন করেন। ক্লাবটি গুলশান-২ এর ৯৩ নম্বর সড়কের, বাড়ি নম্বর-১৬/বি-তে অবস্থিত। এই ক্লাবের উদ্দেশ্য বাংলাদেশে বসবাসরত চায়নিজ কমিউনিটির সাথে বাংলাদেশের কমিউনিটির মধ্যে সামাজিক, অর্থনৈতক যোগাযোগের সেতুবন্ধন তৈরির জন্য এই ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে।

পাশাপাশি চায়না ও বাংবাংলাদেশের সাংকেতিক আদান-প্রদান ক্লাবের মাধ্যমে তুলে ধরা হবে। বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষাধিক চায়নিজ নাগরিক বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টে চায়নিজ বিশেষজ্ঞগণ এবং বড় বড় প্রতিষ্ঠানে চায়নিজ বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখেছে। আগামিতে যাতে করে এই কর্মকান্ড আরও এগিয়ে নিতে এবং দেশের সামগ্রীক উন্নয়নে বাংলাদেশচায়না ক্লাব লিঃ বিশেষ ভুমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!