অতিরিক্ত সচিবের পদমর্যাদায় থাকা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. সানোয়ার জাহান ভূঁইয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো।