বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
নোয়াখালীতে ১২শিক্ষককে অব্যাহতি,পরীক্ষার হলে দায়িত্ব অবহেলায় বেলকুচিতে এসএসসি পরীক্ষায় অপেক্ষমান পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ করেন উপজেলা ও পৌরসভা ছাত্রদল ভালুকায় বাসে যৌথবাহিনীর তল্লাশি; মানুষের কঙ্কাল সহ আটক ৩ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হলেন আব্দুল কুদ্দুস আলী কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী’ অভিযানে ২৪ ঘন্টায় ৩১ জন আওয়ামীলীগ নেতাকর্মী গ্রেফতার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন নাগেশ্বরীর কৃতি সন্তান শিমুল মাহমুদ সরিষাবাড়ি সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ; দুদকের অভিযান হোমনায় ৮ মাসের অন্ত:সত্ত্বা মেয়েটির পুত্র সন্তান প্রসব! পিতৃপরিচয় প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? ৩ দফায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক; বাংলাদেশী জেলেরা ফেরৎ পেল ০৩ টি নৌকা সাতক্ষীরায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে মাছ ব্যবসায়ী: দুই যুবতী গ্রেফতার

নদীর পাড়ের মাটি যাচ্ছে ঢাকার ইটভাটায়

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া / ১১৬ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুই গ্রাম খাগালিয়া ও বালিখোলার মধ্যবর্তী স্থানের ধলেশ্বরী নদীর পাড় ও কিছু কৃষি জমির মাটি ভ্যাকু মেশিন দিয়ে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। আর সে মাটি বিক্রি করা হচ্ছে ঢাকার কয়েকটি ইটভাটায়।

এছাড়া ভ্যাকু মেশিন দিয়ে মাটি কাটতে সহায়তার জন্য নদীর কিছু অংশ ভরাট করা হচ্ছে। ফলে ভাঙ্গনের হুমকিতে পড়েছে ওই এলাকার কৃষি জমিসহ বসতভিটা।

বিশেষজ্ঞরা মনে করেন, এভাবে নদীর পাড় ও কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়ায় মাটির উর্বরতা কমবে, ফসল উৎপাদনে উপযোগিতা অনেকাংশেই হ্রাস পাবে। পাশাপাশি আবাদ অযোগ্য হয়ে পড়বে কৃষি জমি এবং নাব্যতা হারাবে নদী।

স্থানীয়দের দাবি, ভলাকুট ইউনিয়নের হালিম সরদার, শফিকুল ও তাঁর অনুসারীর নিয়ন্ত্রণে রয়েছে অবৈধ মাটি উত্তোলনের সাথে। হালিম সরদার হলো বিএনপির ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অপরজন হলো শফিকুল হলো আ.লীগ নেতা।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমামুন বলেন, জমিতে ফসল ফলানোর জন্য মাটিতে যে পরিমাণ উপাদান থাকা দরকার তা কেবল মাটির উপরিভাগে থাকে। তাই জমির টপ সয়েল কেটে নিলে সে জমি ফসল উৎপাদনের কার্যকারিতা হারায়।

গত শুক্র ও শনিবার উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া ও বাঘি গ্রামের মধ্যবর্তী স্থানের ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে দেখা যায় চারটি বাল্কহেড ও কয়েকটি স্টিলের নৌকা ভিড়ানো। অপরদিকে নদীর পাড়ে দুটি ভেকু মেশিন দিয়ে রাতদিন ২৪ ঘন্টা মাটি কাটছে। আর সেই মাটি যাচ্ছে ঢাকার গাজীপুরের কয়েকটি ইটভাটায়। আরো দুটি ভেকু মেশিন বরিশাল থেকে আসবে বলে জানান মাটি উত্তোলনের সাথে জড়িত সংশ্লিষ্টরা।

মাটি কাটায় নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি বাল্কহেডে কমপক্ষে ১০০০ থেকে ১২০০ঘনফুট মাটি নিয়ে ঢাকার উদ্যেশ্যে ছাড়া হচ্ছে। প্রতিদিন গড়ে পাঁচটি বাল্কহেড ঢাকায় পাঠানো হচ্ছে। তারা এই এলাকায় একমাস কাজ করবে।

স্থানীয় বিএনপি নেতা ছোয়াব খান বলেন, ধলেশ্বরী নদী পাড়ের প্রায় হাফ কিলোমিটার এলাকা জুড়ে আগের সরকারের কিছু প্রভাবশালী লোক নদীর পাড় ও কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করেছে। যার ফলে নদীভাঙ্গনসহ অর্ধশতাধিক কৃষক তার কৃষি জমি হারিয়েছেন। এখন নতুন করে কিছু প্রভাবশালী নদীর পাড়ে নজর দিয়েছে। এতে ওই এলাকার নদীর পাড়ের মাটি কেটে নেওয়ায় আবারো কৃষি জমি নষ্ট হওয়ার উপক্রম তৈরি হয়েছে।

নদীর পাড় থেকে ভেকু দিয়ে মাটি কাটার অপারেটর হাফিজুর রহমান জানান, আমাদের (সানি) কোম্পানির সাথে কিশোরগঞ্জ জেলার পলাশ ও কামালের সাথে নাসিরনগরের শফিকুলের চুক্তি হয়েছে। আমি বেতভুক্ত কর্মচারী। আমি এর বেশি কিছু জানিনা।

প্রধান অভিযুক্ত হালিম সরদার ও শফিকুলের সাথে কথা বলতে মোবাইল ফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি। পরে তাদের পক্ষে জমসেদ মিয়া তালুকদার বলেন, ‘নাসিরনগর ইউএনও’র সাথে কথা বলেই মাটি কাটা হচ্ছে। মাটি বিক্রি না করলে এত মাটি কি করুম বলেন। এর বেশি জানতে চাইলে ইউএনও’র সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।

স্থানীয় বাসিন্দা মো. জয়শর আলী অভিযোগ করে বলেন, যেখান থেকে মাটি কাটতাছে সেটা হইলো ধলেশ্বরী নদীর একটা বাঁধ। এই জায়গা থেকে ভেকু দিয়া মাটি কাইট্টা ঢাকার ব্রিকফিল্ডে বিক্রি করতেছে। এর কারণে কৃষি জমি নদীতে চলে যাবে।

অপর বাসিন্দা মো. গোলাফ হোসেন বলেন, আমরা চাই নদীর পাড় থেকে মাটি কাটা দ্রুত বন্ধ হোক। আগে আ.লীগের নেতারা মাটি কাটতো, এখন বিএনপির নেতারা নদীর দখল করছে। এই ভাবে দখল চলতে পারে না।

নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী বরিউস সারোয়ার বলেন, আমি জানতে পেরেছি জমির উচু অংশ কেটে চাষাবাদের জন্য সমতল করার অনুমতি দিয়েছিলো সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু তারা নদীর পাড় ও সংলগ্ন কৃষি জমি থেকে মাটি অবৈধভাবে ইটভাটায় বিক্রি করছে সেটা অন্যায়। ভলাকুট ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে বলেছি মাটি উত্তোলন বন্ধ করতে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
   1234
567891011
19202122232425
2627282930  
       
293031    
       
       
       
    123
18192021222324
       
   1234
       
 123456
282930    
       
     12
3456789
31      
  12345
6789101112
20212223242526
2728293031  
       
15161718192021
2930     
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
     12
3456789
10111213141516
17181920212223
242526272829 
       
  12345
6789101112
20212223242526
2728293031  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!