বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত শহীদ আহসান হাবিবের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে এসে পরিবারের সাথে সাক্ষাত ও শহীদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি ২১ আগষ্ট বিকাল ৩টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে চকরিয়া পৌছেন। তাহাকে বরণ করতে চকরিয়ার প্রবেশধার হারবাং থেকে মাতামুহুরী ব্রীজ পর্যন্ত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরিবহন ও মোটরবাইক বহর সহকারে শোডাউন দেন।
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান চকরিয়ায় আয়োজিত পথসভায় বলেন, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের রক্ত থাকবে গরম, মাথা থাকবে ঠান্ডা। আমরা কোন প্রতিশোধ নেবোনা, কিন্তু আওয়ামী দুঃশাসনে জামায়াতের উপর যে অবিচার হয়েছে, সেই সব অপরাধের জন্য বিচারের সম্মুখিন হতে হবে।
তিনি বলেন, আওয়ামী স্বৈরাশাসক ছাত্রদের উপর যে নিপিড়িন চালিয়েছে,যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারও বাংলার মাটিতে হবে। ছাত্রজনতার রক্তের বদৌলতে এদেশে একদিন আল্লাহর রাজ কায়েম হবে। ছাত্রজনতার রক্তা ও আত্মত্যাগ বৃথা যাবেনা।
আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও কক্সবাজার জেলা আমীর নুর নুর আহমদ আনোয়ারী প্রমুখ।