সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন বোতল ভারতীয় এলএসডি জব্দ করেছে বিজিবির সদস্যরা।
শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদক উদ্ধার করে জব্দ করা হয়েছে। তবে এসময় মাদককারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা বিজিবির ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়ার খবর পেয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিকনির্দেশনায় চান্দুরিয়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিক দল ওই সীমান্তের কাদপুর এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে আগত মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় চোরাকারবারীরাদের ফেলে দেয়া তিন বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়। য় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।