ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সৈয়দ মোর্শেদ কামাল মেমোরিয়াল স্কুলের সামনে থাকা বৈদ্যুতিক লাইন থেকে গত রাতে এক সাথে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।
সকালে বিষয়টি জানাজানি হলে।খবর পেয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহুল আমিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সৈয়দ মোর্শেদ কামাল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্টাতা সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান জানান,এভাবে ট্রান্সফরমার চুরির ঘটনা এর আগে কখনো ঘটেনি।তিনি বিষয়টি সুষ্টু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমিতি কার্যকর ব্যবস্থা নিবে বলে আশা প্রকাশ করেন।
নোয়াপড়া জোনাল অফিসের এজিএম শাখাওয়াত হোসেন জানান, ৩ টি ট্রান্সফরমার চুরি গেছে।খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে।আমি নিজেও
সেখানে যাবো।’
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম পারভেজ ভুইয়া ট্রান্সফরমার চুরির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি ৩ টি ট্রান্সফরমার চুরি হয়েছে এবং যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩৭ হাজার ৫৯০ টাকা বলে জানিয়েছেন।তিনি আরো জানান,এ বিষয়ে আমরা কাজ করছি।শীঘ্রই থানায় অভিযোগ জানানো হবে।’
উল্লেখ্য হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্টালগ্ন থেকেই ভৌগলিক কারনে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামটি এ সমিতির সাথে অর্ন্তভুক্ত রয়েছে।
ওই ঘটনায় আজ ২৭ অক্টোবর ২০২৪ রোজ রবিবার নোয়াপড়া জোনাল অফিসের এজিএম শাখাওয়াত হোসেন বাদী হয়ে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।