দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য দুই সহস্রাধিক শতভাগ রপ্তানিমূখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক সংগঠন “বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন” (বিজিএপিএমইএ)’র সভাপতি মো: শাহরিয়ার এর উদ্যোগে ১২ আগস্ট ২০২৪ খ্রি: সোমবার সকালে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে রপ্তানিমূখী বাণিজ্যিক সংগঠনসহ সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ), বিজিএমইএ, থাই চেম্বার অব কমার্স, বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্রাচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এ্যাপারেল ইয়থ লিডারস অ্যালায়েন্স (বায়লা), ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি), বাংলাদেশ গার্মেণ্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিকারসর সলভেন্ট ম্যানুফ্যাকচারার্স (বিএপিএসএম), বিপিজিএমইএ, বিটিটিএলএমইএ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) সহ আয়োজক সংগঠন বিজিএপিএমইএ অর্থাৎ রপ্তানিমূখী ও তদসংশ্লিষ্ট ২১টিরও বেশী রপ্তানিমূখী বাণিজ্যিক সংগঠন ও চেম্বার এর নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এ অনুষ্ঠানে বিজিএপিএমইএ পরিচালনা পরিষদের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএপিএমইএ এর প্রাক্তন সভাপতি রাফেজ আলম চৌধুরী শুরুতে সকলকে স্বাগত জানান। পরিচিতি পর্ব শেষে তিনি সকলকে বিজিএপিএমইএ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানান এবং মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন বলে মতামত প্রদান করেন। অতঃপর তিনি সভাটি সঞ্চালনার জন্য বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম-কে অনুরোধ করেন।
মোহাম্মদ হাতেম মতবিনিময় সভার আহবায়ক তথা বিজিএপিএমইএ এর সভাপতি মো: শাহরিয়ারকে তাঁর সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন ও ভ‚মিকা বক্তব্য প্রদানের অনুরোধ করেন।
বিজিএপিএএমইএ এর সভাপতি মো: শাহরিয়ার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ নোবেল জয়ী সর্বজন শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাঁকে এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দকে অভিনন্দন জানান। যে উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার সফলতা কামনা করেন। তিনি বলেন, যে পরিমাণ বিনিয়োগ ও ঝুঁকি নিয়ে রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ ব্যবসা পরিচালনা করে তার তুলনায় সরকার হতে প্রদত্ত সুযোগ-সুবিধা খুবই অপ্রতুল। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাগুলো পেতে বছরের পর বছর সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারী প্রতিষ্ঠানসমূহের হয়রানির শিকার হতে হয়। অর্থ, শ্রম ও সময় তিনই ব্যয় হয়। বিগত কয়েকদিনে রপ্তানিকারী অনেক শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি পুশিয়ে নেয়া এবং হয়রানিমুক্তভাবে রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট সেবাগুলো পাওয়ার এবং বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য সমস্যাবলী মোকাবেলার জন্য করণীয় নির্ধারণ করা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল মতামত ব্যক্ত করেন যে, পূর্বে শিল্পে বিনিয়োগে অথের উৎস নিয়ে অনুসন্ধান করা হতো না, ফলে বিনিয়োগ বৃদ্ধি পেতো, প্রণোদনা ধীরে ধীরে কমেছে, প্রতি দশ জনের মধ্যে একজনের কর্মসংস্থান রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠানে হয়। তিনি শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বৃদ্ধি করে সার আমদানির সিদ্ধান্তকে স্বাগত জানান।
বিজিএমইএ এর সহ-সভাপতি আব্দুল্লাহ-হিল-রাকিব বিজিএমইএ এর সদস্য ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে অঞ্চল ভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলে জানান। তিনি ওয়্যারহাউস হতে মালামাল নিরাপদে স্থানান্তর করার, রুগ্ন ও ক্ষতিগ্রস্থ শিল্প প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ ছয়মাস পর্যন্ত না কেটে প্রতিষ্ঠানটিকে ব্যবসায় ফিরে আসার সুযোগ প্রদানের দাবী জানান। তাছাড়া তিনি সরকারী পরিসংখ্যানগত তথ্য সঠিক ছিল না বিধায় এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর, এনবিআর ঢেলে সাজানোর, শিল্প প্রতিষ্ঠানের মালিকের মাধ্যমে শিল্প নীতি প্রণয়নের, দুই মাসের জন্য সফট লোনের ব্যবস্থাকরণ, বাংলাদেশ ব্যাংকের ব্লকড্ ব্যবসা পলিসি পরিবর্তন করে ব্যবসা সহায়ক পলিসি করার দাবী জানান।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি ও থাই চেম্বারের সভাপতি শামস্ মাহমুদ পরিসংখ্যানের গড়মিল ছিল বিধায় এলসিডি উত্তোরণ ১০ বছর পেছানোর, জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানি নিরসনের, বিচার বিভাগের ন্যায় বিচার প্রদান নিশ্চিতকরণের প্রস্তাব করেন। তিনি ‘ট্রেড পলিসি’ সংক্রান্তে স্বাধীনভাবে কথা বলার অধীকার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান সকল সংগঠনের সমস্যাগুলো একত্রিত করে সরকারের নিকট উপস্থাপনের, এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের এবং সরকারের আরো বৃহৎ পরিসরে দাবী-দাওয়া উপস্থাপনের প্রস্তাব করেন।
বিজিএপিএমইএ এর সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্রাচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আবুল কাসেম হায়দার বিগত ১৫ বছর ব্যবসায়ীরা মনের কথা বলতে পারেনি, কথা বলার স্বাধীন ফোরাম ছিল না, এফবিসিসিআই দলীয়করণ হয়েছিল, ব্যবসায়ীক সভায় ব্যবসার পরিবর্তে রাজনৈতিক বক্তব্য হতো। তিনি আশাবাদ ব্যক্ত করেন বর্তমানে কথা বলার মতো ব্যবসায়ীক ফোরাম হবে, বিজিএমইএ দলীয় প্ল্যাটফর্মের পরিবর্তে ব্যবসায়ীক প্ল্যাটফর্মে পরিণত হবে, ১৬% ব্যাংক সুদ হার সহনীয় পর্যায়ে আনা হবে, গ্যাস ও বিদ্যুতের দাম হ্রাস করা হবে, শিল্প প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যাসের দাম বৃদ্ধি করা হবে না, বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একটি ব্র্যান্ড। তিনি বিদেশী বিনিয়োগ আনতে সক্ষম হবেন।
বাংলাদেশ এ্যাপারেল ইয়থ লিডারস অ্যাসোসিয়েশনে (বায়লা) এর সভাপতি আবরার হোসেন সায়েম বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ পরিবর্তনের জন্য একমাসের পরিকল্পনা করার প্রস্তাব করেন।
ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ আমদানি-রপ্তানির কার্যক্রমে তাঁরা সহায়তা করেন মর্মে উল্লেখ করে সেইফটি ও সিকিউরিটি নিশ্চিত করে সহজে মালামাল খালাশ ও জাহাজীকরনের ব্যবস্থা হওয়া দরকার বলে দাবী জানান।
বিজিএপিএমইএ এর সাবেক সভাপতি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) এর সহ-সভাপতি শফিউল্লাহ চৌধুরী ব্যবসা পরিচালনায় নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করার দাবী জানান।
বাংলাদেশ গার্মেণ্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মোহাম্মদ পাভেল বিজিএমইএ ও বিকেএমইএ এর সাথে সংযুক্ত হয়ে ১০-১২ বিলিয়ন মার্কিন ডলার তাঁদের মাধ্যমে রপ্তানি আয় হয় মর্মে জানিয়ে নীতিগত সহায়তার দাবী জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিকারসর সলভেন্ট ম্যানুফ্যাকচারার্স (বিএপিএসএম) এর সভাপতি এএইচএম মঈন উদ্দীন আমদানি-রপ্তানির সঠিক তথ্য উপাত্ত নির্ধারণের দাবী জানান।
বিপিজিএমইএ এর সহ-সভাপতি কে এম ইকবাল এলডিসি গ্র্যাজুয়েশনের সময় হয়নি, জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব সংগ্রহের কাজে না রাখার, বিশ্ব ব্যাংকের পরামর্শ অনুযায়ী আরএমজি সেক্টরের বাইরে অন্যান্য সেক্টরের প্রতিও গুরুত্ব প্রদানের এবং শিল্প স্থাপনের সহায়ক পলিসি প্রণয়নের দাবী জানান।
বিটিটিএলএমইএ এর প্রাক্তন সভাপতি শাহাদাৎ হোসেন প্রধান উপদেষ্টার মাধ্যমে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিসিক মালিক সমিতি এর সভাপতি মহিউদ্দিন তাঁর সংগঠনে ১৩ হাজার সদস্য আছে মর্মে বলেন এবং তাঁদের দাবী-দাওয়া আদায়ে তাঁরা সোচ্চার হবেন বলে মন্তব্য করেন।
বিজিএপিএমইএ এর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী বিগত দিনে শিল্পের বিভিন্ন খাতের অনুকূলে প্রদত্ত আর্থিক প্রণোদনার ন্যায় রপ্তানিকারী খাতের অনুকূলে প্রণোদনার দাবী জানান। এনবিআর এর কাছে দাখিল করা সমস্যাগুলোর সমাধান হওয়া, সরকারী খরচ কমানো, শিল্প নীতি, বস্ত্র নীতি ও রপ্তানি নীতির আলোকে প্রত্যক্ষ ও পরোক্ষ রপ্তানিকারকদের সমসুযোগ প্রদান করার, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের প্রণোদনা প্রদানের এবং বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বিজিএপিএমইএ ৪টি সংগঠন সমন্বিতভাবে সরকারের নিকট দাবী-দাওয়া উপস্থাপনের প্রস্তাব করেন।
এফবিসিসিআইএর প্রাক্তন সভাপতি আব্দুল আউয়াল মিন্টু দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে রপ্তানি ও রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনসমূহের মধ্যে করণীয় নির্ধারনের জন্য মতবিনিময় সভার আয়োজন করায় বিজিএপিএমইএ এর সভাপতি মো: শাহরিয়ার এবং অন্যান্যদের ধন্যবাদ জানান। তিনি বৈষ্যম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান। তাছাড়া তিনি ব্যবসায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ব্যবসায়িক সংগঠনসমূহকে রাজনীতি মুক্ত থেকে স্বাধীনভাবে মত প্রকাশের, আইনের সম প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে রাজনীতি ও অর্থনীতি একে অপরের সম্পুরক ও পরিপূরক মর্মে বলেন এবং ব্যবসায়িক সংগঠনসমূহ একত্রে থেকে অন্তবর্তীকালীন সরকারের নিকট সরাসরি দাবি-দাওয়া উপস্থাপনের আহবান জানান।
মত বিনিময় সভার উদ্যোক্তা বিজিএপিএমইএ এর সভাপতি মো: শাহরিয়ার তাঁর আহবানে সাড়া দিয়ে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজনীয় সভায় অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা ২০৩২ পর্যন্ত বর্ধিতকরণ এবং যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনঃর্বহাল রাখার দাবী জানান। তাছাড়া তিনি রপ্তানিমূখী বাণিজ্যিক সংগঠনসমূহের সকল দাবি-দাওয়া একীভূত করে একত্রে সরকারের নিকট দাবি জানানোর জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক সংগঠনসমূহের সমন্বয়ে একটি কমন প্লাটফর্ম/কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব করেন।
সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারনের দাবী, রপ্তানির তথ্য যথাযথ নয় প্রমাণিত হওয়ায় এলডিসি’তে উত্তরণ আপাতত স্থগিত রাখার জন্য অন্তবর্তী সরকারের নিকট দাবী জানানোর, বর্তমান পরিস্থিতিতে জাতীয় রপ্তানি ধারা অব্যাহত রাখতে রপ্তানিকারী সংগঠনসমূহ একত্রে সভার মাধ্যমে করণীয় সম্পর্কে একটি রূপরেখা প্রণয়নের, গ্যাসের বর্ধিত ধার্য্যমূল্য বাতিলপূর্বক আন্তর্জাতিক মূল্য পর্যালোচনা করে শিল্প খাতের জন্য গ্যাসের মূল্য পুনঃনির্ধারণের, পলিসি প্রণয়ন এবং রাজস্ব আহরণ পৃথক প্রতিষ্ঠানের মাধ্যমে করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্থ সকল শিল্প প্রতিষ্ঠান প্রয়োজনে সরজমিনে পরিদর্শনপূর্বক আর্থিক ও নীতিগত সহায়তা দানের এবং কাস্টমস্ কর্তৃপক্ষের নিকট হতে সেবা সহজ ও হয়রানি মুক্তভাবে পাওয়ার জন্য করণীয় নির্ধারণের প্রস্তাব জানান।