ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সিরাজগঞ্জ অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জের কুটুমবাড়ি কটেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল বারী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যবস্থাপনা পরিচালক কাজী মোশারফ হোসেন রানা।
আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ মইনুল হক। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সিরাজগঞ্জ জেলা শাখার জেনারেল ম্যানেজার এস এম রাজীব আহসান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে বাংলাদেশে অর্থনৈতিক মন্দা চলছে। তা সত্ত্বেও ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ অনেক ভালো অবস্থানে আছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নেই। এটাই প্রমাণ করে যে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আর্থিক অবস্থা ভালো।
তিনি তার বক্তব্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের স্বচ্ছতার কথা উল্লেখ করে বলেন যে আমরা ক্লেম করার ৩ থেকে ৪ দিনের মধ্যেই আমরা গ্ৰাহকদের দাবি পূরণ করে থাকি।
প্রধান বক্তা ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভবিষ্যত উল্লেখ করে বলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দিনে দিনে অগ্ৰগতির দিকে অগ্ৰসর হচ্ছে কারণ ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের কোন ফল্ট রেকর্ড নেই ।
তিনি তার বক্তব্যে সকলের উদ্দেশ্য বলেন দেশ ও জাতির উন্নয়নে সকলের বীমা করা উচিত। কারন আমাদের জীবনের কোন নিশ্চয়তা নেই। আর বীমা আমাদের জীবনের ঝুঁকি কমায়।