গত ১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়) এর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক স্বরুপকাঠি বিএনপির প্রথম সারির শীর্ষ নেতা মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর নির্দেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদলের তুখোড় নেতা মোঃ সোহেল মৃধা (রানা) এর নেতৃত্বে নেছারাবাদের সোহাগদল ইউনিয়নের সকল (৫টি) পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক – মোঃ সোহেল মৃধা রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক – সেলিম রেজা, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক- মোঃ তপু রায়হান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব- মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক – মোঃ নিজাম উদ্দিন ফারুক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ ফোরকান।
শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক – আজাদ তালুকদার, স্বরুপকাঠি সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক – নুরুজ্জামান নুরু, সাবেক আহবায়ক – আরিফুল ইসলাম।
যুবনেতা- মোঃ রাহাত, মোঃ হাসান, মোঃ সেলিম, মোঃ মহাসিন, মোঃ কিবরিয়া।
সেচ্ছাসেবক নেতা – মোঃ উজ্জ্বল, মোঃ শামীম, মোঃ হাসান, মোঃ সুমন, মোঃ হোসেন, মোঃ শফিক, মোঃ সাগর।
ছাত্রনেতা- মোঃ লিমন, মোঃ রনি, মোঃ সৌরভ, মোঃ আবু তালেব, মোঃ শান্ত, মোঃ রাসেল সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা।
এসময় নেতৃত্বদানকারী সোহেল মৃধা ও তপু রায়হান মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সোহাগদল ইউনিয়নের সকল পূজা মণ্ডপে দ্বায়িত্বরত পুলিশ, আনসার, বিডিপি এবং দর্শনার্থী সহ পূজা আয়োজনে সম্পৃক্ত সকলের সাথে মত বিনিময় এবং পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।