ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকের প্রতিবাদ সভা।
সোমবার ( ২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘নামে-বেনামে কিছু ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে যা মিথ্যা এবং বানোয়াট। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জানা যায় হারুন অর রশীদ এর বিরুদ্ধে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পেইজে, একটি কুচক্র মহল চাঁদাবাজ, জমি দখল, বাড়ী ভাংচুরসহ বিভিন্ন অপপ্রচার দিয়ে আসছে, যা মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই সাবেক মেম্বার।
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতারা বলেন হারুন মেম্বারের বিরুদ্ধে এসবই অপপ্রচার এবং মানহানিকর। আমরা এর প্রতিবাদ জানাই।
এ সময় হারুন অর রশীদ ছাড়াও হাজী ফজলুল হক, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম মালেক, আব্দুস সালাম, কামাল হোসেন, আঃরহিমসহ ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।