মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুপ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন খলিফা প্রমুখ।
পরে স্বুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়, এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।