ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের দিনমণি খেলাঘর আসরের ভবনের জায়গা নিয়ে চলমান সংকট নিরসনে ১৯ এপ্রিল শুক্রবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খেলাঘর শেরপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক নন্দ সাহা, জাতীয় পরিষদ সদস্য মোঃ মমিনুল ইসলাম মমিন,দিনমণি খেলাঘর আসরের সাবেক সভাপতি মোঃ নুরুল হক বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, খেলাঘর সংগঠক আলতাব হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান মিন্টু,জাতীয় পরিষদ সদস্য মোঃ আংগুর ইসলাম, ইকরা বিদ্যানিকেতন এর অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান কাজল, শিক্ষক হারুনুর রশীদ শাহীন, ডোনার সদস্য এনামুল হক ও তার ছেলে সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য মোঃ হযরত আলী, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আব্দুর রহমান বিশ্বাসী,রুস্তম আলী সহ প্রমুখ ।
সভায় সকলে দিনমণি খেলাঘর আসরের বিভিন্ন স্মৃতিরোমন্থন করেন এবং এটিকে টিকিয়ে রাখার লক্ষ্যে এবং দাতাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে জেলা খেলাঘরের সম্মেলন করার লক্ষ্যে দিনমণি খেলাঘর আসরের সাবেক কমিটির বিলুপ্ত ঘোষণা করে মজিবুর রহমান মিন্টুকে আহবায়ক করে এক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়।
সবশেষে সভার সভাপতি সবাই কে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।