রাজধানীর ১২নং ওয়ার্ডে আবুজর গিফারী কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র‘র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা–৮ এর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। এসময় প্রায় ২ হাজার লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তীব্র শীতে আমাদের দায়িত্ব শীতার্তদের জন্য কিছু করা। আমরা গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম, থাকব। ক্রমান্বয়ে সব ওয়ার্ডে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কাউন্সিলর মামুন রশিদ শুভ্রকে এ আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান মেয়র।
অনুষ্ঠানে ঢাকা–৮ এর সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তীব্র শীতে দেশের মানুষের ভীষণ কষ্ট হচ্ছে। শহরের মানুষও এর বাইরে নয়। এই সামান্য উপহার যদি তাদের মুখে একটুও হাসি ফোটায় তাতে আমরা খুশি। প্রধানমন্ত্রীর নির্দেশমতো এলাকার জনপ্রতিনিধিদের এই উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
বক্তব্য শেষে তিনি নিজের হাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।