রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
নড়াইলে হাসপাতালের নবনির্মিত ভবনগুলো উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঝিনাইগাতীতে নিখোজের ৬ দিন পর সেপ্টিট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার জামালপুরে চুরি হয়ে যাওয়া ১০টির অধিক মোবাইল উদ্ধার শেরপুর প্রেসক্লাব এর সভাপতি দেবাশীষ ও সা.সম্পাদক মেরাজ পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ১০ম বর্ষ পূর্তি উদযাপন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ‘‘মুজিব নগর সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারের সফলতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে : পরিবেশমন্ত্রী পথচারীদের মধ্যে মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ন্যাশনাল এডাপটেশন প্লান (ন্যাপ) এক্সপো ২০২৪, উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মুন্সী কামরুজ্জামান কাজল

ঝিনাইগাতীতে কাল বৈশাখীর ছোবলে ভুট্টা আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি,বিপাকে কৃষকরা

রিপোর্টারের নাম / ২৬ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

মুরাদ শাহ জাবাল

ঝিনাইগাতী (শেরপুর) ঝিনাইগাতীতে কাল বৈশাখী ছোবলে ভুট্টা আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক ।

জানা গেছে,গত শনিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যায় কাল বৈশাখী ঝড় ও শীলা বৃষ্টি। প্রায় ঘন্টা ব্যাপী এ ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়নের সর্বত্রই ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড হয়ে মাটির সাথে মিশে যায়। এতে ভুট্টা চাষীদের অপুরণীয় ক্ষতি সাধিত হয়। ফলে অর্ধশতাধিক কৃষক পড়েছেন পরম বিপাকে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে ভূট্টা চাষ করা হয়। ২ শতাধিক কৃষক ভুট্টার আবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদও হয়েছে ভালো। ভুট্টা চাষ ধান চাষের চেয়েও লাভ জনক হওয়ায় আশায় বুক বাধে ২ শতাধিক কৃষক।

কিন্তু মৌসুমের শুরুতেই কাল বৈশাখীর ছোবলে কেরে নিয়েছে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাব মতে ২০ হেক্টর জমির ভূট্টা ক্ষেতের ক্ষতি দেখানো হলেও বেসরকারিভাবে এর পরিমান হবে দিগুণ।
সরেজমিন অনুসন্ধানে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়ন ভালুকা গ্রামের ৭০ ঊর্ধ্ব প্রবীন কৃষক মো: সৈয়দ জামান,দক্ষিন ডেফলাই গ্রামের মতিউর রহমান,সহিদ মিয়া,মো: রুহুল আমীন,আব্দুল মান্নান, আলমগীর হোসেন,ইউসুফ আলী,ছমির উদ্দিন, খোরশেদ আলম,আবু বক্কর বকুল,বাবুল মিয়া, সাজু মিয়া, জয়নাল, মালেক,রহমত আলী, উমর আলী,সোলাইমান,আলামীন, জবেদ আলী,আকরাম হোসেন, আলম মিয়াসহ আরও অনেকে বলেন, অধিক লাভের আসায় ধারদেনা করে ভুট্টা আবাদ করা হয়েছিল। কিন্তু কাল বৈশাখীর ছোবলে সব ভুট্টা তাদের ভুট্টা ক্ষেতগুলো লণ্ডভণ্ড হয়ে মাটির সাথে মিশে গেছে। ভুট্টা ক্ষেতে ক্ষতি হওয়ায় তাদের ছেলে-মেয়েসহ পরিবারের ভরণপোষণ যোগাবেন কি দিয়ে এ চিন্তায় তারা এখন দিশে হারা হয়ে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে । ক্ষতিগ্রস্ত কৃষকদের আউশ আবাদে কৃষি প্রনোদনা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!